প্রকাশিত: Sun, Mar 10, 2024 12:12 PM
আপডেট: Mon, Apr 28, 2025 11:40 PM

[১]অবশেষে ভেঙে গেলো জাতীয় পার্টি [২]পাল্টা কমিটির চেয়ারম্যান রওশন এরশাদ, মহাসচিব কাজী মামুনুর রশীদ

মনিরুল ইসলাম: [৩] ভাঙনের সুর বাজছিলো বেশ কয়েক মাস ধরেই, শনিবারের কাউন্সিলে রওশন এরশাদ আলাদা কমিটি গঠন করলেন। এতে কাজী ফিরোজ রশীদকে নির্বাহী চেয়ারম্যান নির্বাচন করা হয়েছে।

[৪] সৈয়দ আবু হোসেন বাবলা সিনিয়র কো- চেয়ারম্যান, সাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, রাহগির আল মাহি সাদ এরশাদ, গোলাম সারোয়ার মিলন ও সুনীল শুভ রায়কে কো- চেয়ারম্যান করা হয়েছে। 

[৫] দলের সাবেক প্রেসিডিয়াম সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীর কমিটির এসব সিনিয়র নেতার নাম ঘোষণা করেন। পরে মহাসচিব হিসেবে কাজী মামুনুর রশীদের নাম ঘোষণা করেন গোলাম সারোয়ার মিলন। এতে উপস্থিত সবাই সমর্থন জানান।

[৬] কাউন্সিলে উপস্থিত  ছিলেন না রওশন এরশাদের সবচেয়ে ঘনিষ্ঠ ও বিশ্বস্ত  সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ, এস এম এম আলম, ইকবাল হোসেন রাজুসহ অনেকেই। কাউন্সিলে দেখা যায়নি জাপার বহিষ্কৃত সিনিয়র নেতা ও সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙাকেও। 

[৭] প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সহধর্মিণী রওশন এরশাদের উপস্থিতিতে কাউন্সিলে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কো- চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা পার্টির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, সাবেক মন্ত্রী ও জাপার একাংশের মহাসচিব শেখ শহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন, বিএলডিপির চেয়ারম্যান এম নাজিম উদ্দীন আল আজাদ, বাংলাদেশ হিউম্যান পার্টির চেয়ারম্যান, চীনের সহকারী রাষ্ট্রদূত ফেং জিজিয়া প্রমুখ। [৮] শনিবার  রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করেন জাপার কো- চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ। নাম ঘোষণার আগে আগের কমিটির চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নেন রওশন এরশাদ। সম্পাদনা: কামরুজ্জামান, সালেহ্ বিপ্লব